১০০+ বাংলাদেশের জনপ্রিয় আলেম এবং সেরা বক্তাদের তালিকা 2023

প্রিয় পাঠক আপনারা অনেকেই জানেন, ওয়াজ মাহফিল আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জীবনের একটি অংশ। এসব ওয়াজ মাহফিল সাধারণত বাংলাদেশের সেরা আলেমরা করে থাকেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের আলেম এবং বক্তাদের  তালিকা: 

বাংলাদেশের জনপ্রিয় সেরা আলেম এবং বক্তাদের তালিকা

এছাড়াও আজকের এই পোস্টে আপনারা জানতে পারবেন বাংলাদেশের সেরা বক্তাদের তালিকা সহ তারা কোন জেলা থেকে এসেছে, আলেমদের মধ্যে কে কেমন শিক্ষিত এসব কিছু জানতে পারবেন। 

আলেম কাকে বলে?

আলেম শব্দের অর্থ জ্ঞানী। আলেম বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি, দ্বীনি প্রতিষ্ঠান থেকে কুরআন , সুন্নাহ, ও ফিকহে ইসলামী সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ও ডিগ্রীপ্রাপ্ত ব্যক্তিদের আলেম বলা হয়ে থাকে। আলেম হওয়ার জন্য জরুরী বিষয় হলো সনদ থাকা । তাই যে দ্বীনি ব্যক্তি কোন আলেম থেকে ইলম শিক্ষা নেই তাকে আমরা আলেম বলতে পারি।

হাক্কানি আলেম কাকে বলে?

একজন সাধারন দ্বীনদার ব্যক্তিদের জন্য হাক্কানি আলেম চিনা সবচেয়ে সহজ পদ্ধতি হলো, আলেমের চেহারা ও পোশাকে সুন্নাতের ছাপ পাওয়া যাবে, হাক্কানী আলেম দাওয়াত ও তাবলীগের প্রতি মহব্বত রাখেন, কথায় আচরণে তাকওয়া ও পরহেজগার হবেন, হক তাসাউফের প্রতি বিশ্বাস রাখেন, বিদআত এর বিরুদ্ধে সোচ্চার থাকেন, সুন্নতের প্রতি আগ্রহী থাকেন ।উপরিউক্ত গুণ যদি কোন আলেমের মধ্যে পাওয়া যায় তাহলে আমরা তাকে হাক্কানি আলেম বলে বুঝে নিতে পারি। বাংলাদেশের হাক্কানী আলেমদের নাম ও তালিকা নিচের প্রকাশ করা হবে।

বাংলাদেশের সেরা আলেমদের তালিকা - বাংলাদেশের সেরা বক্তাদের তালিকা

আমাদের দেশে অনেক আলেম ওলামা একরাম রয়েছে। তাদের মূল উদ্দেশ্য দেশের মানুষকে ইসলামের পথে নিয়ে আসা। এখন আমরা আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সেরা আলেমদের তালিকা। এছাড়াও আমাদের দেশে অনেক হাক্কানি আলেম রয়েছে বাংলাদেশের হাক্কানী আলেমদের নাম নিচে থেকে জানতে পারবেন।

  1. আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী
    আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী একজন বাংলাদেশী ইসলামী পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য, যিনি ১২ জুন ১৯৯৬ থেকে ২৯ ডিসেম্বর ২০০৮ পর্যন্ত একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৪০ সালের ২রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী জন্ম গ্রহন করেন। 

  2. মুফতি আমির হামজা
    শিক্ষাগত যোগ্যতাঃ আল কুরআন শীর্ষক অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
    জন্মস্থানঃ কুষ্টিয়া জেলা।

  3. মাওলানা শায়খ আহমাদুল্লাহ ।
    শিক্ষাগত যোগ্যতাঃ দাওরায়ে হাদিস (কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড), ইফতা (খুলনা দারুল উলুম)
    জন্মস্থানঃ বশিকপুর, লক্ষীপুর, বাংলাদেশ।

  4. মুফতি রেজাউল করীম পীর সাহেব চরমোনাই
    শিক্ষাগত যোগ্যতাঃ কামিল হাদিস (চরমোনাই আলিয়া মাদ্রাসা), ইফতা (সাগরদী আলিয়া মাদ্রাসা বরিশাল)
    জন্মস্থানঃ চরমোনাই গ্রাম, কীর্তনখোলা, বরিশাল জেলা।

  5. ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী ( আব্বাসী হুজুর নামে পরিচিত  )
    শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা, মিশকাত (দারুন আরশাদ), থিসিস (লখনৌ বিশ্ববিদ্যালয়) , সিহাসিত্তাস সালাত ( দারুল উলুম করাচি)
    জন্মস্থানঃ পাঠানটুলি আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার, সিদ্ধিরগঞ্জ থানা , নারায়ণগঞ্জ ।

  6. মাওলানা মামুনুল হক
    শিক্ষাগত যোগ্যতাঃ পবিত্র কোরআনে হাফেজ(ঢাকার লালবাগ জামতারা জামে মসজিদ মাদ্রাসা), মিকায়ে জামাত (১ম স্থান), মিশকাত জামাত(৩য় স্থান), দাখিল(১ম স্থান), এরপর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি। অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স (এশিয়ান ইউনিভার্সিটি)
    জন্মস্থানঃ আজিমপুর, ঢাকা

  7. মাওলানা মিজানুর রহমান আজহারী
    শিক্ষাগত যোগ্যতাঃ দাখিল পরীক্ষা (জিপিএ ফাইভ)(দারুন জান্নাত সিদ্দিকিয়া জামিল মাদ্রাসা, ডেমরা ঢাকা ), আলিম পরীক্ষা(গোল্ডেন জিপিএ ফাইভ), আন্ডারগ্রাজুয়েট(আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর) , পোস্ট গ্রাজুয়েশন (ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া) , এমফিল এবং পিএইচডি (মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইন্সটিটিউট)।
    জন্মস্থানঃ ঢাকা।

  8.  মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী
     শিক্ষাগত যোগ্যতাঃ চরমোনাই মাদরাসায় পড়াশোনা।
    জন্মস্থানঃ কুয়াকাটা , বরিশাল ।

  9. আল্লামা শাহ আহমদ শফী 
      শিক্ষাগত যোগ্যতাঃ মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু, ১০বছর বয়সে হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন, ১৯৪১ সালে উচ্চশিক্ষার জন্য ভারতে যান।তাফসীর হাদীস ও ফিকহ শাস্ত্র অধ্যায়ন(দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা)
    জন্মস্থানঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিআর টিলা গ্রাম।

  10. প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।
     শিক্ষাগত যোগ্যতাঃ শিক্ষাজীবন শুরু রুস্তমপুর কাওমি মাদ্রাসা। ১৯৭০ সালে ফুলবাড়িয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাস করেন। ১৯৭৩ সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা প্রথম স্থান অধিকার করেন। 
     জন্মস্থানঃ ফুলবাড়ী ইউনিয়ন, গোপালগঞ্জ উপজেলা , সিলেট

  11. আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ। (ইমাম শোলাকিয়া মাদ্রাসা)
      শিক্ষাগত যোগ্যতাঃ শিক্ষার হাতে ঘড়ি পিতার নিকট। পরে ভর্তি হন কিশোরগঞ্জ জেলার জামিয়া ইমদাদিয়া । এরপর উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পাড়ি জমান ভারতের দারুল উলুম দেওবন্দ .১৯৭৬ সালের প্রথম স্থান অধিকার করে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।
     জন্মস্থানঃ কিশোরগঞ্জ জেলার,পাকুন্দিয়া উপজেলার , হিজলিয়া গ্রাম 

  12. মুফতি আব্দুস সালাম চাটগামী
    শিক্ষাগত যোগ্যতাঃ ১৯৫৮ সালে প্রাথমিক পড়াশোনা শেষ করে বাবুনগর মাদ্রাসা ভর্তি হন। দাওরায়ে হাদিস (১৯৬৭ সালে চট্টগ্রামের জিরি মাদ্রাসা)। পাকিস্তানের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া আল্লামা বান্নুরি  টাউন করাচি থেকে প্রথম বছর হাদিস শাস্ত্র এবং পরের বছর ইফতা বিষয়ে পড়াশোনা করেন।শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন।
    জন্মস্থানঃ চট্টগ্রামের আনোয়ারা থানা, নলদিয়া গ্রাম ।

  13.  শাইখুল হাদিস আব্দুল হাই পাহাড়পুরী
     শিক্ষাগত যোগ্যতাঃ প্রাথমিক পড়াশোনা পাহাড়পুর এমদাদুল উলুম মাদ্রাসা, দাওরায়ে হাদিস মিশকাত দাওরা লালবাগ ঢাকা।
    জন্মস্থানঃ পাহাড়পুর।

  14. মুফতি ইমরান হুসাইন কাসেমী ।
    জন্মস্থানঃ মিরপুর ঢাকা।

  15. মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
     শিক্ষাগত যোগ্যতাঃ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মুফাসসেরে কুরআন।
     ঠিকানাঃ ১৫০/সি, ওয়াপদা রোড পশ্চিম রামপুরা , ঢাকা

  16. মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী 
     শিক্ষাগত যোগ্যতাঃ তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম এবং আল জামিয়া আল ইসলামিয়া অধ্যয়ন করেন।
      জন্মস্থানঃ চট্টগ্রাম।

  17. মুফতি রফিকুল ইসলাম সিরাজী
    জন্মস্থানঃ খুলনা।

  18. আব্দুল্লাহ আল আমিন   
    ঠিকানাঃ ঢাকা ।

  19. মাওলানা তারেক মনোয়ার 
    শিক্ষাগত যোগ্যতাঃ প্রাইমারি শিক্ষা লক্ষ্মীপুরে, উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, এছাড়া ঢাকা আলিয়া থেকে হাদিস ও আদবে কামিল ডিগ্রী অর্জন করেন।
    জন্মস্থানঃ লক্ষ্মীপুর ।

  20. আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
    শিক্ষাগত যোগ্যতাঃ মাদ্রাসা আল জামিয়া আস সালাফিয়া, কারমাইকেল কলেজ রংপুর।জন্মস্থানঃ নওগাঁ জেলা।

  21. মুফতি আব্দুল কুদ্দুস
     জন্মস্থানঃ খুলনা।

  22. মুফতি আলী আকবর সিদ্দিকী
     ঠিকানা ঃ হবিগঞ্জ।

  23.  মাওলানা খোরশেদ আলম কাসেমী
     ঠিকানা ঃ ঢাকা।

  24. মাওলানা জুনায়েদ আল হাবিব
     ঠিকানা ঃ ব্রাহ্মণবাড়িয়া।

  25. ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (র)

  26. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

  27. ড. মোহাম্মদ মনজুরে ইলাহী

  28. জুনায়েদ বাবুনগরী

  29. জোবায়ের আনসারী

  30. নুরুল ইসলাম ওলীপুরী 

  31. সিরাজুল ইসলাম মিরপুরী 

  32. মুফতি মিজানুর রহমান সাঈদ 

  33. মুফতি রেজাইল করিম 

  34. মুফতি ফয়জুল করিম

  35. হাফেজ মাওলানা জহুরুল হক:-
    খতিব মাওলানা উবায়দুল হকের পিতা। বেগমবাজার মাদ্রাসা ও জকিগঞ্জ মাদ্রাসার শিক্ষক ছিলেন। উনাকে হবিগঞ্জ জেলার সংস্কার কর্মকান্ডের দিশারী বলা হয়। 

  36. মাওলানা মুফতী আযীযুল হক:-
    জিরি মাদ্রাসার শিক্ষক। ঐতিহ্যবাহী পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান মুফতী ছিলেন। 

  37. মাওলানা শামসুল হক ফরীদপুরি:-
    সদর সাহেব হুযুর নামে বিখ্যাত। অদ্যাবদি বাংলাদেশে যত আলেম এসেছে উনি সন্দেহাতীত ভাবে সবার শ্রেষ্ট। উনাকে সদর সাহেব হুযুর বলা হয় কারন যখন ব্রাহ্মনবাড়িয়া মাদ্রাসায় ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম, মুহামুদুল্লাহ হাফেজ্জি হুযুর, আব্দুল ওহহাব পীরজী হুযুরদের মত জগত বিখ্যাত আলেমরা সহকারী মেহাদ্দীস ছিলেন তখন শামসুল হক হুযুর ছিলেন সদরুল মোহাদ্দীস (প্রধান মোহাদ্দীস)। এখান থেকেই উনাকে সদর সাহেব হুযুর বলা হয়। উনি বাহ্মনবাড়িয়া মাদ্রাসার প্রধান পরিচালক ও ছিলেন। এছারাও সদর সাহেব হুযুর বাঘেরহাটের গজালিয়া মাদ্রাসা, বড় কাটারা মাদ্রাসা, গওহরডাঙ্গা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা ও ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি সারা দেশে অসংখ্য মক্তব প্রতিষ্ঠা করেছিলেন।
     
  38. মাওলানা আমিনুল হক মাহমুদি:-
    মুহাদ্দীসঃ ক. জামিয়াতুল এমদাদিয়া কিশোরগঞ্জ খ. লালবাগ মাদ্রাসা। শায়খুল হাদীসঃ ক. ঢাকা দক্ষিন মাদ্রাসা, সিলেট। খ. মৌলভীবাজার মাদ্রাসা। গ. দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসা। প্রিন্সিপালঃ নান্দাইল মাদ্রাসা। 

  39. মাওলানা মুফতী নুরুল হক:-
    জিরি মাদ্রাসার প্রধান মুফতী ও মোহতামীম। 

  40. আবু ত্বহা মুহাম্মদ আদনান
    আবু ত্বহা মুহাম্মদ আদনান উঠতি একজন ইসলামি আলোচক, যিনি সুস্পষ্ট কথা বলার ভংগিমার কারণে তরুণদের মধ্যে দ্রুতগতিতে জনপ্রিয় হন। তার ধর্মীয় আলোচনার পক্ষে-বিপক্ষে আলাচনা এবং সমালোচনা দুটোই হতো। আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। দর্শন বিষয়ে অনার্স মাস্টার্স পড়েন রংপুর কারমাইকেল কলেজে। ছাত্রজীবন থেকেই তিনি আহলে হাদিস সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। ইসলামী বই প্রচুর পড়তেন।

  41. আল্লামা সিরাজুল হক শরীফ :-
    কাউয়ারচর মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল, ভোলা লাল মোহন সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল, ছোটমানিক কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। 

  42. খতিব মাওলানা উবায়দুল হক:-
    উনার শিক্ষকতার উপর একটি বড় বই লেখা যাবে। সংক্ষেপে বর্ননা করছি। শিক্ষক:- বড়কাটারা মাদ্রাসা, দারুল উলুম করাচি মাদ্রাসা পাকিস্থান, শাহজাহানপুর মাদ্রাসা ভারত, ঢাকা আলিয়া মাদ্রাসার পর্যায়ক্রমে সহকারী শিক্ষক- লেকচারার- এসিস্ট্যান্ট প্রফেসর- এডিশনাল হেড মাওলানা- হেড মাওলানা। এছারাও তিনি ফরিদাবাদ মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, সিলেট কাসেমুল উলুম দরগাহ মাদ্রাসা, ইসলামপুর মাদ্রাসা ও ফয়জুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করেন। সভাপতিঃ জামেয়া এমদাদিয়া কিশোরগঞ্জ ও কাসেমুল উলুম কুমিল্লা মাদ্রাসা পরিচালনা পর্ষদ। সদস্যঃ হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা ও সিলেট দরগাহ মাদ্রাসা পরিচালনা পর্ষদ। 

  43. বীর মুক্তিযোদ্ধা মাওলানা এমদাদুল হক আড়াইহাজারী:-
    পাঁচানী মাদ্রাসার মুহতামীম। প্রতিষ্ঠাতাঃ তালিমুল কোরআন মাদ্রাসা ও ইসলামি মহিলা শিক্ষা একাডেমি। 

  44. আল্লামা আজিজুল হক সাহেব:-
    শায়খুল হাদীসঃ বড়কাটারা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, তাতীবাজার মাদ্রাসা, কামরাঙ্গীচর মাদ্রাসা। প্রতিষ্ঠাতাঃ মোহাম্মদপুর মাদ্রাসা। বুখারী শরীফের ক্লাস নিতেনঃ মালিবাগ মাদ্রাসা, দারুসসালাম মিরপুর মাদ্রাসা, দারুল উলুম মিরপুর ১৩ মাদ্রাসা, জামেউল উলুম মিরপুর ১৪ মাদ্রাসা, বনানী মাদ্রাসা, লালমাটিয়া মাদ্রাসা, দারুল উলুম সিরাজগঞ্জ মাদ্রাসা, দত্তপাড়া মাদ্রাসা নরসিন্দী, বৌয়াকুর মাদ্রাসা নরসিন্দী, সাভার ব্যাংক কলোনী মাদ্রাসা। 

  45. হাফেজ মাওলানা মুফতী ফজলুল হক আমিনী:-
    ইসলামের সিপাহসালার। উনার মৃত্যুর ক্ষতি বাংলাদেশী মুসলমানদের জন্য অপূরনীয়।

  46. মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

  47. মুফতি খুরশিদ আলম কাসেমী

  48. ড. মাওলানা আহমদ আবদুল কাদের

  49. মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

  50. মুফতি সাখাওয়াত হুসাইন রাজী

  51. মুফতি হারুন ইজহার

  52. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী

  53. মুফতি নুর হুসাইন নুরানী

  54. মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

  55. মাওলানা আতাউল্লাহ আমিন

  56. মাওলানা কুরবান আলী কাসেমী 

  57. মাওলানা জালাল উদ্দীন

  58. মুফতি জুবায়ের আহমদ [লালবাগ]

  59. মুফতি ইলিয়াস হামিদী

  60. মাওলানা শরাফত হোসেন

  61. মুফতি ফখরুল ইসলাম

  62. মুফতি ইমদাদুল্লাহ

  63. মুফতি ইহতেশামুল হক সাখী

  64. মুফতি নুরুজ্জামান নোমানী

  65. মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী [কিশোরগঞ্জ]

  66. মুফতি ওবায়দুল্লাহ মাদানী

  67. মুফতি ফয়সাল আহমদ হাবিবী

  68. মাওলানা বশির উল্লাহ কাসেমী

  69. মুফতি আতাউল করিম মাকসুদ [সিলেট]

  70. মাওলানা ওয়াসেক বিল্লাহ নোমানী (ময়মনসিংহ) 

  71. মাওলানা সানাউল্লাহ নূরী

  72. মুফতি নাসির উদ্দীন 

  73. মুফতি ইসহাক আল হুসাইন

  74. মাওলানা ইমরান সিকদার

  75. মাওলানা নজিবুল্লাহ হাফেজ্জী

  76. মাওলানা নাসরুল্লাহ হাফেজ্জী

  77. মাওলানা আহসানুল্লাহ হাফেজ্জী

  78. মাওলানা আতাউল্লাহ মধুপুরী

  79.  মাওলানা মুহাম্মাদুল্লাহ মধুপুরী

  80. মাওলানা ইউসুফ আশরাফ

  81. মাওলানা আবদুল কাইয়ুম [নেত্রকোনা]

  82. মাওলানা লোকমান হুসাইন আমিনী [হবিগঞ্জ]

  83. মুফতি শরিফুল্লাহ

  84. মাওলানা মুহাম্মাদ [ময়মনসিংহ]

  85. মাওলানা নুরুল ইসলাম [সিলেট]

  86. মাওলানা রফিকুল ইসলাম [নেত্রকোনা]

  87. মুফতি আবুল হুসাইন ফরিদপুরী

  88. মাওলানা হোসাইন আহমদ মুনির [ধর্মপাশা,সুনামগঞ্জ]

  89. মাওলানা জাকারিয়া [ধর্মপাশা, সুনামগঞ্জ]

  90. নামঃ মাওলানা মুজিবুর রহমান
    ঠিকানা ঃ চাঁদপুর।

  91. নামঃ আল্লামা ডঃ মোস্তাক আহমেদ
     ঠিকানা ঃ ঢাকা

  92. নামঃ মাওলানা আজিজুল ইসলাম জালালী
     ঠিকানা ঃ ব্রাহ্মণবাড়িয়া।

  93. নামঃ মাওলানা মেরাজুল হক কাসেমী
     ঠিকানা ঃ ব্রাহ্মণবাড়িয়া।

  94. নামঃ মাওলানা আব্দুল বাসেত খান
     ঠিকানা ঃ সিরাজগঞ্জ ।

  95. নামঃ মুফতি মুহসিনুল করিম
    ঠিকানা ঃ ব্রাহ্মণবাড়িয়া।

  96. নামঃ মাওলানা আব্দুল খালেক সাহেব
    ঠিকানা ঃ শরীয়তপুর ।

  97. নামঃ মুফতি মাহমুদ উল্লাহ আতিকী
    ঠিকানা ঃ ঢাকা

  98. নামঃ মুফতি উসমান গনি মুছাপুরি
    ঠিকানা ঃ মাগুরা ।

  99. নামঃ মাওলানা আবু নাঈম মোঃ তানভীর
      ঠিকানা ঃ চাঁদপুর।

  100. নামঃ মুফতি শিহাবুদ্দিন
     ঠিকানা ঃ চাঁদপুর

  101.  নামঃ মাওলানা আশরাফ আলী
      ঠিকানা ঃ হবিগঞ্জ ।

  102. নামঃ মাওলানা জাকারিয়া
    ঠিকানা ঃ নাটোর।

  103. নামঃ মুফতি আমজাদ হুসাইন আশরাফী
    ঠিকানা ঃ ব্রাহ্মণবাড়িয়া।

  104. নামঃ মুফতি আনোয়ার হোসাইন চিশতী
    ঠিকানা ঃ নরসিংদী ।

  105. নামঃ মাওলানা আতিকুল্লাহ
     ঠিকানা ঃ ব্রাহ্মণবাড়িয়া।

প্রিয় পাঠক, আজকের এই পোস্টে বাংলাদেশের সেরা আলেমদের তালিকা ও বাংলাদেশের সেরা বক্তাদের  তালিকা আপনাদের সাথে শেয়ার করেছি । এছাড়াও বিখ্যাত কিছু আলেমের জন্মস্থান তাদের শিক্ষাগত যোগ্যতা এসব বিষয় দেখিয়েছি। আজকের এই পোষ্ট টি পড়ার মাধ্যমে বাংলাদেশের সেরা আলেমদের তালিকা সহ তাদের বিষয়ে বিস্তারিত জানতে পারলেন। এছাড়াও এসব আলেমগণের বিভিন্ন ভিডিও অনলাইনে রয়েছে সেগুলো দেখে তাদের বিষয়ে ধারনা নিতে পারেন। এখানে অনেক আলেম এবং বক্তাদের নাম বাদ পড়তে পারে। আপনাদের কাছে এমন কোন তালিকা থাকলে দয়া করে আমাদের জানাবেন।

If you would like to add or remove any of the above information please do not hesitate to contact me! Click

Post a Comment

0 Comments