😁 ফিরে দেখা সেই এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০১৩। Throwback SSC Exam Result 2013 Dhaka Board |
আজ সেই মারাত্মক ভয়াবহ ভয়াল দিন 😢😢 ফিরে দেখা সেই এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০১৩।
- ✦ যেদিন সারা জীবনের যে আত্মীয়স্বজনের কোন খোঁজখবর ছিলনা তাদের অতি আগ্রহের ফোনকলের দিন "সাজ্জাদের কি অবস্থা?"🙄(সাজ্জাদ এখন কানে তুলা, মুখে তালা, পিঠে ছালার বস্তা বাধার কাজে নিয়োজিত)👷
- ✦ যেদিন পাশের বাসার আন্টি আম্মু কে ইভটিজিং করতে এসে বলা "ভাবি ভাবি আমার মেয়ে তো I am GPA 5 পেয়েছে, সাজ্জাদ কি পেয়েছে?"🤕(সাজ্জাদ GPA 6 পাইছে আপনার সমস্যা আছে? আম্মুর কানের সামনে এসে ঘেন ঘেন করতে কে বলছে? ৪/৫ দিন পরে আপনার মেয়ের কথা বললে কি হইত??)
- ✦ আজ সেই দিন যেদিন পত্র-পত্রিকা/টিভি খুললেই শুধু আপুদের মানে রমণীদের উচ্ছ্বাসের ছবি আর ভিডিও।(হ আর ছেলেরা বানের জলে ভেসে আসা প্রানি। পরীক্ষা শুধু মেয়েরা দিছে, আমরা ছেলেরা খালি আড্ডা মারছি)🤣
- ✦ আজ সেই দিন যেদিন বিকাল ৫ টা বাজলেও আম্মুকে বলা "আম্মু এখনো রেজাল্ট দেয়নি, ঢাকা বোর্ডের সার্ভারে সমস্যা করতেছে"🤐(যত দেরিতে রেজাল্ট বলমু ততো দেরিতে বানানি খামু এই আশায়)🤒
- ✦ রেজাল্ট শোনার পর দরজার ফাঁক দিয়ে আম্মুর চেহারাটা একটিবার দেখার দিন👿(আজরাইল দেখতে কিছুটা এমনই হবে মনে হয়)
- ✦ যেদিন সন্ধ্যার মধ্যে আম্মুর বানানি খাওয়ার পর ঘুমের ভান ধরে ঘুমায় থাকার দিন😴(একটু পর অফিস থেকে আব্বু আসবে, বানানিতো আরও একটা বাকি আছে)
- ✦ আর সেদিন আপু ফোন দিয়ে বলার দিন "সাজ্জাদ কোন ব্যাপার না, অনেক দূর যেতে হবে, এখনো অনেক দূরে যাওয়ার বাকি"😏(এইটা বলে আর লাভ কি আম্মুর বানানই তো অলরেডি খাওয়া শেষ। আপু ❤️)
জি হা ভাই আজ সেই ভয়াল ৯ মে । ২০১৩ সালের এই দিনে আমাদের মত কিছু ফাকিবাজ শিক্ষার্থীদের জীবনে নেমে আসে "স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই" এর দিন। তাই কবি সুকান্ত ভট্টাচার্য এর ছাড়পত্রের ভাষায় "এ দেশে (ফাঁকিবাজের) বুকে ৯মে না আসুক নেমে"😁। সেদিন রাতে "একটি বর্ষণমুখর সন্ধ্যা" রচনার শেষের লাইনগুলার কথা মনে করতে করতে ঘুমাই যাওয়ার মধ্য দিয়ে ঐদিনের পরিসমাপ্তি 😊।
🔗 আঠারো বছর বয়স - সুকান্ত ভট্টাচার্য (ছাড়পত্র) https://bit.ly/3bj7xCO
🔗 একটি বর্ষণমুখর সন্ধ্যা: https://bit.ly/2WewPxv
#StayHome. #StaySafe. Stay Happy & Spread Happiness 😊
إرسال تعليق