We offer comprehensive digital solutions including web development, brand creation, trend analysis, style consulting, product promotion, blog advertising, and SEO — all tailored to meet client and market needs.

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় চিকিৎসকদের জন্য করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত অনলাইন প্রশিক্ষণ || মুক্তপাঠ (MuktoPaath)

করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনায় আক্রান্ত হয়ে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনা যেহেতু সম্পূর্ণ নতুন একটি আপদ, সেজন্য এর চিকিৎসা ও সতর্কতা বিষয়ে বিনামূল্যে অনলাইন কোর্স চালু করেছে। এটুআই ও আইসিটি ডিভিশনের মুক্তপাঠ ওয়েবসাইটে সেই কোর্স পরিচালিত হচ্ছে।

মুক্তপাঠের ওই কোর্সের পরিচিতিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক চিকিৎসকদের জন্য আয়োজিত করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত এই e-learning প্রশিক্ষণে। চীনের উহান শহর থেকে শুরু হয়ে বর্তমানে সারা বিশ্বে বৈশ্বিক মহামারী (Pandemic) হিসেবে ছড়িয়ে পড়া কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা বার্তা চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা এই প্রশিক্ষণটি আয়োজন করেছি। আমরা প্রশিক্ষণটি এরুপ ভাবে প্রস্তুত করেছি যেখানে একজন প্রশিক্ষণার্থী তার সুবিধামত সময়ে কম্পিউটার বা মোবাইল দিয়ে ইন্টারনেটে সংযুক্ত হয়ে প্রতিদিন ১-২ ঘন্টা সময় ব্যয় করেই কোর্সটি সম্পন্ন করতে পারবেন।

এই প্রশিক্ষণে ৭ টি মডিউল আছে। এর মধ্যে  ৫টি মডিউল ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। প্রত্যেক মডিউলে এক বা একাধিক অডিও-ভিজুয়াল লেকচার আছে। সেই সাথে প্রত্যেক মডিউলে শেষে আছে একটি করে কুইজ, যেখানে শতকরা ৮০ ভাগের নিচে নম্বর পেলে আপনারা পরবর্তি মডিউলে যেতে পারবেন না এবং কোর্সটি সম্পন্ন করতে পারবেন না। কুইজ সম্পন্ন  করে কোর্সটি সফল ভাবে সম্পন্ন করার পর আপনারা একটি সার্টিফিকেট পাবেন। কোর্স সংক্রান্ত যেকোনো প্রশ্ন, মন্তব্য, পরামর্শ জানাতে পারবেন আলোচনাতে মন্তব্য করে। আলোচনা তে নিয়মিত সক্রিয় অংশগ্রহণ, কোর্সে আপনার পারফরমেন্সের একটি মূল্যায়ন হিসেবে বিবেচিত হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ বিষয়ক হটলাইন সিস্টেমে যেসকল চিকিৎসক সেচ্ছাসেবী হিসেবে চিকিৎসা পরামর্শ ও সেবা দেবেন তাদের জন্য কোর্সটি বাধ্যতামূলক।

"এই কোর্সের সকল তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (CDC)-যুক্তরাষ্ট্র, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (IEDCR), রোগ নিয়ন্ত্রণ বিভাগ (সিডিসি)-স্বাস্থ্য অধিদপ্তর ও সমন্বিত কন্ট্রোল রুম কোভিড-১৯-স্বাস্থ্য অধিদপ্ততর থেকে প্রাপ্ত ও অনুমোদিত।“

Online course developed by the Directorate General of Health Services and offered through MuktoPaath on Coronavirus disease (COVID-19)
স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ বিষয়ক হটলাইন সিস্টেমে যেসকল চিকিৎসক সেচ্ছাসেবী হিসেবে চিকিৎসা পরামর্শ ও সেবা দেবেন তাদের জন্য কোর্সটি বাধ্যতামূলক।

অনলাইন কোর্সটির সকল তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (CDC)-যুক্তরাষ্ট্র, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (IEDCR), রোগ নিয়ন্ত্রণ বিভাগ (সিডিসি)-স্বাস্থ্য অধিদপ্তর ও সমন্বিত কন্ট্রোল রুম কোভিড-১৯-স্বাস্থ্য অধিদপ্ততর থেকে প্রাপ্ত ও অনুমোদিত বলে জানানো হয়েছে মুক্তপাঠে ।



কোর্সটির ঠিকানা: http://www.muktopaath.gov.bd/course-details/236 

Post a Comment

(AD) Sticky